২৬ মার্চ, ২০১৭ ০৮:৪৬

রাজধানীতে জঙ্গি সন্দেহে দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা

অনলাইন ডেস্ক

রাজধানীতে জঙ্গি সন্দেহে দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা

ফাইল ছবি

জঙ্গি সন্দেহে দুই ছেলেকে রাজধানীর কাফরুল থানায় সোপর্দ করেছেন এক বাবা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় সেখানে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

ডিএমপি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় হাজি আলমগীর হোসেন নামের এক ব্যক্তি তাঁর দুই ছেলেকে নিয়ে কাফরুল থানায় যান। তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে বিস্তারিত খুলে বলেন। ডিউটি অফিসার সঙ্গে সঙ্গে বিষয়টি জানান ওসিকে। খবর পেয়ে ওসি থানায় আসেন। আরো আসেন স্থানীয় সংসদ সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।

হাজি আলমগীর পুলিশ কর্মকর্তাদের বলেন, তাঁর দুই ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু (২৫) ও সালমান সাজীদকে (২২) মাদরাসায় দেওয়া হয়েছিল। সম্প্রতি তাদের আচার-আচরণে পরিবর্তন দেখা যায়। এ নিয়ে পরিবারের মধ্যে সন্দেহ জাগে। পরে খোঁজখবর নিয়ে জঙ্গি সম্পৃক্ততা পাওয়ায় তাদের নিয়ে তিনি থানায় আসেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ বলেন, ‘দুই ছেলে উগ্র ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী হয়েছে বলে তাদের বাবা মনে করছেন। তাই সন্তানদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি। তাঁকে আমরা সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।’

 

বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর