২৭ মার্চ, ২০১৭ ১২:২৯

রাজধানীতে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ৩

অনলাইন ডেস্ক

রাজধানীতে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ৩

ফাইল ছবি

রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুই জন শিশুও রয়েছে বলে জানা গেছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে জুরাইনের মুরাদপুর স্কুল সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সেই তিন জন হলেন মুরসালিন সরকার (৫০), শিশু শাওন (৮) ও শিশু হাসান (৯)। যে বাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে সেটি মুরসালিন সরকারের নিজের বাড়ি। শিশু দু’টি তার বাসায় কাজ করত বলে জানা গেছে।

মুরসালিনের এক আত্মীয় জানান, সকালে বাড়ির নিজ তলায় পানির মোটর ছাড়তে সুইচ দিতেই আগুনের ফুলকি বের হয়ে পাশেই লিকেজ গ্যাস লাইনে পড়ে আগুন ধরে যায়। এ সময় মুরসালিনসহ সঙ্গে থাকা ওই দুই শিশু দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের চিকিৎসক কবির বলেন, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।
 


বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর