শিরোনাম
২৭ মার্চ, ২০১৭ ১৮:২৫

'চলমান উন্নয়নের ধারাবাহিকতা থামতে দেয়া যাবে না'

অনলাইন ডেস্ক

'চলমান উন্নয়নের ধারাবাহিকতা থামতে দেয়া যাবে না'

ফাইল ছবি

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে অশুভ শক্তি একের পর আত্মঘাতি হামলাসহ নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। উন্নয়নবিরোধী অপশক্তি প্রতিহত করতে দেশপ্রেমিক প্রতিটি মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অবস্থাতেই সারা দুনিয়ায় সমাদৃত বাংলাদেশের চলমান উন্নয়ন ধারাবাহিকতা থামতে দেয়া যাবে না।' 

আজ সোমবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালির বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বর্তমান সরকার গত ৮ বছরে দেশের প্রতিটি খাতে অভাবনীয় অগ্রগতি অর্জন করতে সক্ষম হযেছে। আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। 

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আ হ ম মুস্তফা বলেন, অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সাল নাগাদ দারিদ্রমুক্ত এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে বাংলাদেশ সামিল হবে। উন্নয়ন বিরোধী শক্তি কোনোভাবেই যেন উন্নত বাংলাদশ গঠনের চলমান অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। 

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। পরে মন্ত্রী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুভাগঞ্জ বাজারে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৭/এনায়েত করিম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর