৩০ মার্চ, ২০১৭ ১১:৫৫

ভোটকেন্দ্রে প্রধান দুই দল ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট নেই!

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

ভোটকেন্দ্রে প্রধান দুই দল ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট নেই!

ছবি: বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রধান দুই দলের মেয়রপ্রার্থীদের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট এক প্রকার নেই বললেই চলে। বৃহস্পতিবার সকালে কুমিল্লার ভিক্টোরিয়া মহাবিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলসহ আশপাশের বেশ কয়েকটি কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে এই সব কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।

এ বিষয়ে জানতে চাইলে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম এ তথ্যের সত্যতা  নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাসদ ও স্বতন্ত্র থেকে চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মো. মনিরুল হক সাক্কু।

বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর