৩০ মার্চ, ২০১৭ ১৯:১৮

কীর্তনখোলার পানি বোতলে ভরে বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

কীর্তনখোলার পানি বোতলে ভরে বিক্রির দায়ে জরিমানা

বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় কীর্তনখোলা নদীর অপরিশোধিত পানি বোতল ও জার ভর্তি করে সুপেয় পানি হিসেবে বিক্রির দায়ে মেসার্স মিহিকা কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানাও করেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের (এপিবিএন) সহায়তায় এ অভিযান চালানো হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক আলী আহম্মেদ জানান, কীর্তনখোলা নদীর অপরিশোধিত পানি বোতল ও জার ভর্তি করে সুপেয় পানি হিসেবে বিক্রির ব্যবসা শুরু করেছিলেন চাঁদমারী এলাকার রুহুল আমীন বাবুল। অভিযানকালে চাঁদমারীতে পানির কয়েক শ’ জার ও বোতল পাওয়া যায়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোন অনুমোদনও ছিল না তাদের। তাছাড়া যে মেশিন দিয়ে গাড়ির ব্যাটারির রাসায়নিক পানি ভরা হয় সেই মেশিন দিয়েই জার ও বোতলে পানি ভর্তি করা হতো। এসব অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন খান কারখানা সিলগালা করে প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর