Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

ঢাকা, শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
প্রকাশ : ২১ এপ্রিল, ২০১৭ ১৬:০৫ অনলাইন ভার্সন
আপডেট : ২১ এপ্রিল, ২০১৭ ১৬:০৬
সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর দাবীতে সমাবেশ
অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর দাবীতে সমাবেশ
সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর দাবীতে বায়তুল মোকাররম এলাকায় অবস্থান নিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, প্রেসিডিয়াম সদস্য  সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব  মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন উপস্থিত রয়েছেন।

দলটির প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম দাবী করেছেন, সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা সারাদেশ থেকে ঢাকায় এসেছেন।

এর আগে ২০ এপ্রিলের মধ্যেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরাতে আল্টিমেটাম দেয় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২১ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা ছিল। পুলিশের অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমের সামনে জুমার নামাজের পর সমাবেশ করছে তারা।  

 

বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ফারজানা

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow