২৩ এপ্রিল, ২০১৭ ১৭:২৬

টঙ্গীর ১৫ ওয়ার্ডে পুলিশের অভিযান

আমিনুল ইসলাম আফজাল, টঙ্গী:

টঙ্গীর ১৫ ওয়ার্ডে পুলিশের অভিযান

গাজীপুরের টঙ্গীতে পুলিশের জঙ্গি ও অপরাধ বিরোধী অভিযান শুরু হয়েছে। থানা এলাকার ১৫টি ওয়ার্ডে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে বিকেল সাড়ে তিনটা থেকে এ অভিযান শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পাঁচশ' পুলিশ সদস্য এ অভিযানে অংশ নিয়েছেন।

গাজীপুরে পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, প্রতি ওয়ার্ডে পুলিশের চারটি টীম অভিযান পরিচালনা করছে। একজন করে উপ-পরিদর্শক প্রতিটি টীমের নেতৃত্ব দিচ্ছেন। একটি টীমে কমপক্ষে সাতজন পুলিশ সদস্য রয়েছেন। গাজীপুর জেলা পুলিশের সাধারণ পুলিশ, ডিবি পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যসহ সর্বমোট পাঁচশ' পুলিশ সদস্য এ অভিযানে রয়েছে। জঙ্গি, সন্ত্রাস, মাদক, পলাতক ও আদালতের পরোয়ানা ফেরত আসামি গ্রেফতার তথা অপরাধ বিষয়ক কর্মকান্ডের বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে।

পুলিশ সুপার আরো জানান, বিশেষ করে আবাসিক এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে পুলিশের সন্দেহভাজন এলাকাগুলো তল্লাশির আওতায় আনা হয়েছে। অভিযানের তালিকাগুলো আগেই প্রস্তুত করা হয়েছে। তবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে প্রস্তুতকৃত তালিকার বাইরেও অভিযান চালানো হবে। অভিযান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর