২৩ এপ্রিল, ২০১৭ ১৭:৫৮

চাক্তাই-খাতুনগঞ্জ ও বন্দর রক্ষায় বিশেষ বরাদ্দ চায় চট্টগ্রাম চেম্বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চাক্তাই-খাতুনগঞ্জ ও বন্দর রক্ষায় বিশেষ বরাদ্দ চায় চট্টগ্রাম চেম্বার

জাতীয় বাজেট প্রস্তাবের আলোচনা সভায় চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে দেশের ঐতিহ্যবাহী চাক্তাই-খাতুনগঞ্জ পাইকারি বাজার রক্ষায় আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। রবিবার চট্টগ্রাম চেম্বারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের উপস্থিতিতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ দাবি জানান। এছাড়া চট্টগ্রাম নগর ও বন্দরের উন্নয়নের জন্যও বেশকিছু দাবি তুলে ধরেন তিনি। ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট প্রস্তাব শীর্ষক এ আলোচনা সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান  প্রধান অতিথি হিসেবে ছিলে।

চেম্বার সভাপতি বলেন, কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত সবগুলো খাল ভরাট হয়ে যাওয়ায় জোয়ারের পানিতে নগরীর অন্যান্য অঞ্চলের মতো চাক্তাই-খাতুনগঞ্জও ডুবে যাচ্ছে। এতে ব্যবসায়ীদের মূল্যবান পণ্য সামগ্রী নষ্ট হচ্ছে। তাই ঐতিহ্যবাহী এ পাইকারি বাজারকে রক্ষায় আগামী বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন।

চট্টগ্রাম বন্দরে প্রতি বছর ১৪ থেকে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে জানিয়ে তিনি বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে দ্রুত বে-টার্মিনাল নির্মাণ করতে হবে। একই সঙ্গে বন্দরের বর্তমান কার্যক্রমের সক্ষমতা বাড়াতে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়ে বর্ধিত প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। লালদিয়ার চরে খালি কন্টেইনার ইয়ার্ড তৈরি, গ্যান্ট্রি ক্রেনের বিকল্প হিসেবে মোবাইল হার্বার ক্রেন সংগ্রহ, বার্থ অপারেটরদের ইকুইপমেন্ট সংগ্রহের অনুমোদন প্রয়োজন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, এম এ মোতালেব, বিকেএমইএ পরিচালক শওকত ওসমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সদস্য পারভেজ ইকবাল, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, মো. লুতফুর রহমান, চট্টগ্রাম কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহ, বন্ড কমিশনার মোহাম্মদ মুবিনুল কবির প্রমুখ।
 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর