২৪ এপ্রিল, ২০১৭ ১৯:৫৯

চট্টগ্রামে এক পরিদর্শকসহ আট সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে এক পরিদর্শকসহ আট সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শকসহ আট সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেছেন মঈন উদ্দিন নামের এক ভুক্তভোগী। আদালত অভিযোগ গ্রহণ করে এএসপি পদমর্যাদার কোনো কর্মকর্তাকে দিয়ে ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে। আজ সোমবার দ্বিতীয় মহানগর হাকিম আবু সালেম  মোহাম্মদ নোমানের আদালতে এ মামলা দায়ের করেন বলে জানান বাদির আইনজীবী আমিন আহমেদ।

মামলার অভিযুক্তরা হলেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী, এসআই সেকান্দর আলী, এসআই মো. দেলোয়ার  হোসেন, এএসআই মো. আজহারুল ইসলাম, এএসআই মো. আবদুল ওয়াদুদ, কনস্টেবল মো. আরমান হোসেন, মো. খোরশেদ আলম ও উকিল আহম্মেদ।

আইনজীবী আমিন আহমেদ বলেন, পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরেই দোকান থেকে মঈন উদ্দিনকে তুলে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ সদস্যরা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না পারায় জাল স্ট্যাম্প রাখার মিথ্যা অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখায়। তবে ওই মামলায় চলতি বছরের ১৬ মার্চ হাইকোর্ট থেকে মঈন উদ্দিন জামিন পান। এছাড়া অভিযোগকারী চট্টগ্রাম আদালত ভবন এলাকায় আইনজীবী এনেক্স ভবন-১ এর বেইজমেন্টে ৬১ নম্বর দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর