২৫ এপ্রিল, ২০১৭ ১৯:৫৩

রাজশাহীতে জঙ্গি সন্দেহে পুলিশের ‘ব্লক রেইড’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জঙ্গি সন্দেহে পুলিশের ‘ব্লক রেইড’

প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘ব্লক রেইড’ চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়। তবে এ অভিযান নিয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

তবে মোবাইলে যোগাযোগ করা হলে রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানিয়েছেন, অভিযানে বিকেল পর্যন্ত কাউকেই আটক করা হয়নি। দুপুরে পিবিআই’র পক্ষ থেকে বলা হয়েছিল, অভিযানে পুলিশের পাশাপাশি ঢাকা থেকে আসা একটি সোয়াট টিম ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরাও যোগ দিয়েছেন।

তবে এ বিষয়টি অস্বীকার করে সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, অভিযানে শুধু আরএমপির চার থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এবং আরএমপির রিজার্ভ ফোর্স অংশ নিয়েছে। বাইরে থেকে অন্য কোনো দল অভিযানে অংশ নেয়নি। তবে এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করছেন।

তিনি জানান, দুপুরে কিছু সময়ের জন্য অভিযানে বিরতি ছিল। এরপর তা আবার শুরু হয়েছে। তবে এ অভিযানকে প্রথম বা দ্বিতীয় পর্যায় বলা হচ্ছে না। অভিযানের কোনো নামও দেওয়া হয়নি। এটি আরএমপির নিয়মিত ‘ব্লক রেইড’। এ ধরনের অভিযান সাধারণত রাতে হয়, তবে এবার দিনেই এটি করা হচ্ছে।

এদিকে পুলিশের এই ব্লক রেইডে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হড়গ্রাম এলাকায় প্রবেশের সবগুলো পথের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। মহল্লার ভেতরের সব দোকান-পাট বন্ধ আছে। এলাকার বাসিন্দারা প্রধান ফটক বন্ধ করে বাড়ির ভেতরে অবস্থান করছেন।

মহল্লার বাইরে থেকে কাউকে ভেতরে কিংবা ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছে না পুলিশ। এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন এলাকার বাসিন্দারা। তারা ধারণা করছেন, এলাকায় হয়তো কোনো জঙ্গি সদস্য অবস্থান করছে। তাকে ধরতেই পুলিশের এমন অভিযান।

দুপুর পৌনে ১টার দিকে ঘিরে রাখা এলাকা থেকে বেরিয়ে পিবিআই রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম ও সোয়াট টিমের সদস্যরাও অভিযানে অংশ নিয়েছেন।

এলাকায় কোনো জঙ্গি অবস্থান করছে কিনা বা কতক্ষণ পর্যন্ত অভিযান চলবে, এমন প্রশ্নে তৌহিদুল আরিফ বলেন, অভিযান কখন শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এলাকায় জঙ্গি থাকতে পারে, এমন সন্দেহেই প্রায় প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

অভিযান কখন শেষ হবে তা জানতে চাইলে বিকেলে আরএমপির উপ-কমিশনার একেএম নাহিদুল ইসলাম বলেন, অভিযান কখন শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। অভিযান শেষে এ বিষয়ে ব্রিফ করা হবে।

 

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০ ১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর