২৬ এপ্রিল, ২০১৭ ০৯:৫১

শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক

শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩৭ হাজার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। মঙ্গলবার মধ্যরাত আড়াইটার দিকে ওই ব্যক্তি শাহজালালে অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরেরর মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, যাত্রী মোহাম্মদ আবু আল হোসেন কুয়েত এয়ারওয়েজ কেইউ ২৮৩ ফ্লাইটে মঙ্গলবার মধ্যরাত আড়াইটার দিকে শাহজালালে অবতরণ করেন। শুল্ক গোয়েন্দারা কাছে গোপন সংবাদ থাকায় বেল্টে অভিযান চালানো হয়। পরবর্তীতে ভোর সাড়ে ৪টায় স্ক্যানিং শেষে আমদানি নিষিদ্ধ ৩৭ হাজার বিদেশি সিগারেট জব্দ করা হয়। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ড. মইনুল খান।


বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর