২৬ এপ্রিল, ২০১৭ ২১:০৭

'আমরাও সুইমিং পুল চাই, তবে খেলার মাঠ নষ্ট করে নয়'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

'আমরাও সুইমিং পুল চাই, তবে খেলার মাঠ নষ্ট করে নয়'

‘আমরা তামিম ইকবাল হতে চাই, আমরা মাশরাফি হতে চাই; আমরা সাকিব হতে চাই, জঙ্গি হতে চাই না।’ এ ধরনের অনেকগুলো ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ছিল নগরীর বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এদের একটি ব্যানারে এও লেখা ‘আমরাও সুইমিং পুল চাই, তবে খেলার মাঠ নষ্ট করে নয়।’

সম্প্রতি নগরীর আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণের পক্ষে-বিপক্ষে সরকারদলীয় নেতাদের বাকযুদ্ধ ও নগর ছাত্রলীগের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা সবারই জানা। এই সুইমিং পুলকে কেন্দ্র করেই ‘ফেসবুক ইভেন্ট’ নামে সংগঠিত হয়ে বুধবার ‍চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দাঁড়ায় প্রায় ২০০ শিক্ষার্থী। 

হাজী মুহাম্মদ মহসিন কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাফায়েত ফাহিমের পরিচালনায় এ সময় মতামত ব্যক্ত করেন সিটি কলেজের শিক্ষার্থী নাফিজ হাসান, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আবির মাহমুদ, মুসলিম উচ্চ বিদ্যালয়ের ইমাম হোসেনসহ অনেকে। তারা বলেন, আমরা আউটার স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা করি। মাঠের একপাশে সুইমিং পুল নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা। কারণ এতে আমাদের মুক্ত মাঠের খেলায় ব্যাঘাত ঘটতে পারে, তাই প্রতিবাদ জানাতে এসেছি। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের মতো উন্মুক্ত মাঠ আর নেই-যেখানে নগরীর সর্বস্তরের শিশু-কিশোররা খেলাধুলা করতে পারে। আমরাও সুইমিং পুল চাই। কিন্তু এই মাঠ নষ্ট করে নয়।’


বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর