২৭ এপ্রিল, ২০১৭ ১৫:৫১

বিএনপি নির্বাচনে যেতে চায়, কিন্তু...

অনলাইন ডেস্ক

বিএনপি নির্বাচনে যেতে চায়, কিন্তু...

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি নির্বাচনে যেতে চায়, কিন্তু শেখ হাসিনা রেফারি থাকলে নয়। তিনি রেফারি থাকলে কি ধরনের নির্বাচন হয় ২০১৪ সালের ৫ জানুয়ানি নির্বাচনসহ বিগত দিনের নির্বাচনগুলো দেখলেই বোঝা যায়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান টুকুসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন ও আইন-শৃঙ্খলা যেমন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ তেমনিভাবে আলোচনাও গুরুত্বপূর্ণ। দেশের চলমান গণতন্ত্রের সংকট সমাধানে অনতিবিলম্বে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন। 

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, শাহ মোহাম্মাদ নেছারুল হক, আমিনুল ইসলাম, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

বিডি প্রতিদিন/ ২৭ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর