২৭ এপ্রিল, ২০১৭ ১৮:০১

বিজেএমসি’র নিয়োগ পরীক্ষা বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

বিজেএমসি’র নিয়োগ পরীক্ষা বন্ধের দাবি

খুলনাঞ্চলের ছয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়োগ পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে অস্থায়ী শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। একই সাথে মিলের তিন শতাধিক শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে কর্মরত শ্রমিকের নিয়োগ স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানায় রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিক হাজিরায় কর্মরত কর্মচারী সংগ্রাম পরিষদ। এতে লিখিত বক্তৃতা পাঠ করেন সংগঠনের সদস্য সচিব জাকিরুল ইসলাম।

শ্রমিকরা বলেন, বিজেএমসি এসব শূণ্যপদে স্থায়ীভাবে নিয়োগ দিলে বছরের পর বছর ধরে এখানে অস্থায়ী ভিত্তিতে কাজ করা শ্রমিকরা বেকার হয়ে পড়বেন। সন্তানদের লেখাপড়া বন্ধসহ পরিবার-পরিজন নিয়ে তাদেরকে পথে বসতে হবে। শ্রমিকরা অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কর্মরত অস্থায়ী শ্রমিকদের এসব পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার দাবি জানান।

জানা যায়, অস্থায়ী শ্রমিকদের রীট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গেলো ২০ মার্চ তিনমাসের জন্য নিয়োগ প্রক্রিয়া স্থগিত ঘোষনা করেন। তবে বিজেএমসি সুপ্রীম কোর্টের অপর এক আদেশে নিয়োগ কার্যকর করার জন্য আজ ২৮ এপ্রিল নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর