২৮ এপ্রিল, ২০১৭ ১৩:২১

পুলিশের নিয়ন্ত্রণমুক্ত নির্বাচন চান ফখরুল

অনলাইন ডেস্ক

পুলিশের নিয়ন্ত্রণমুক্ত নির্বাচন চান ফখরুল

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জনপ্রিয়তার যাচাইয়ের সবচয়ে বড় মাধ্যম হচ্ছে নির্বাচন। পুলিশের নিয়ন্ত্রণমুক্ত একটি নির্বাচন দিয়ে দেখুন না? কোন দল কতো জনপ্রিয়, ক‍ারা বেশি ভোট পায়।'

‘জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করার ক্ষমতা যে বিএনপির নেই সেই বিএনপি আগামী নির্বাচনে কি করতে পারবে জনগণের ব‍ুঝা হয়ে গেছে' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে আজ শুক্রবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  ‍

রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নব গঠিত ঢাকা মহানগর বিএনপির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন ফখরুল। এসময় তিনি ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বলেন, আমরা তো আগেই বলেছি, জনপ্রিয়তার যাচাইয়ের সবচয়ে বড় মাধ্যম হচ্ছে নির্বাচন। পুলিশের নিয়ন্ত্রণমুক্ত একটি নির্বাচন দিয়ে দেখুন না? কোন দল কতো জনপ্রিয়, ক‍ারা বেশি ভোট পায়। কিন্তু আপনারা তো সেটা করছেন না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক প্রমুখ।

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর