২৮ এপ্রিল, ২০১৭ ১৭:৫৫

'বিএনপি মিথ্যাচারের রাজনীতি করতে ভালোবাসে'

নিজস্ব প্রতিবেদক, সিলেট

'বিএনপি মিথ্যাচারের রাজনীতি করতে ভালোবাসে'

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ‘। বন্যা দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে তারা মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

গত বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে রুহুল কবীর রিজভি অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রীর সফরের অজুহাত দেখিয়ে বিএনপির ত্রান কমিটিকে সুনামগঞ্জ যেতে দেয়া হচ্ছে না। বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির এমন অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার বাংলাদেশ প্রতিদিনকে এমন কথা বলেন কামরান।

‘যারা নৌকায় কখনো চড়েনি তারা হাওরে যাবে কিভাবে’-এমন প্রশ্ন রেখে কামরান বলেন, ‘সুনামগঞ্জসহ ভাটি এলাকার হাওরপাড়ের মানুষের মাঝে এখন মাতম চলছে। এরকম অসহায় মানুষের পাশে অতীতে বিএনপি কখনো দাঁড়ায়নি। তাই নতুন করে তাদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশাও করে না। বিএনপি জনগণের রাজনীতি করলে দুর্যোগময় এ সময়ে ঢাকায় বসে মিথ্যা বক্তৃতা-বিবৃতি না দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতো।’ 
 
কামরান আরও বলেন, ‘গত কয়েকদিন আগে সিলেট সফরে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি কখনো সুনামগঞ্জের দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন না। কিন্তু তার এই বক্তব্য যে মিথ্যাচারের রাজনীতির অংশ তা প্রমাণ হয়েছে। আগামী রবিবার ফসলহারা মানুষের দুর্ভোগ নিজের চোখে দেখতে প্রধানমন্ত্রী সুনামগঞ্জ আসছেন।’

সিলেট বিভাগের মানুষ যখনই কোন বিপদে পড়েছে তখন শেখ হাসিনা ছুটে এসেছেন মন্তব্য করে কামরান বলেন, ‘চারদলীয় জোট সরকারের আমলে সিলেটে অনেকবার বোমা ও গ্রেণেড হামলা হয়েছে। তখন শেখ হাসিনা বসে থাকেননি। ছুটে এসে সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছেন। সিলেটের মানুষের বিপদ শুনলে তিনি বসে থাকতে পারেন না, অন্তরের টানে ছুটে আসেন। ঠিক এবারও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তিনি সুনামগঞ্জ আসছেন।’

মিথ্যাচার ও দুর্ণামের রাজনীতি ছেড়ে বন্যা দুর্গত মানুষের পাশে বিএনপিকে দাঁড়ানোর আহবান জানিয়ে কামরান বলেন, ‘বন্যার্তদের পাশে দাঁড়াতে হলে শুক্রবার আর রবিবার লাগে না। যে কোনদিন তাদের পাশে দাঁড়ানো যায়। আপনারা ত্রাণ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বাধা নয়, প্রয়োজনে আপনাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতা করবে।’

 

বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর