২৮ এপ্রিল, ২০১৭ ২২:১০
পোর্ট এক্সপোর সমাপণী

বন্দর-এনবিআরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বন্দর-এনবিআরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ফাইল ছবি

‘ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান’ এর লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম বন্দর ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বন্দরকে ২৪ ঘন্টা সচল রাখতে হবে। এনবিআরকেও পূর্ণমাত্রায় এগিয়ে আসতে হবে। 

শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী পোর্ট এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক শিল্পের ৫০ বিলিয়ন ডলারের ডে রপ্তানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সেটা বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমদানি-রপ্তানির প্রধান বন্দর চট্টগ্রামের উন্নয়নে যেসব প্রকল্প ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়নে বর্তমান সরকার অনেক বেশি আন্তরিক।  
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক বলেন, বন্দর দেশকে ব্রান্ডিং করতে পারে। চট্টগ্রাম বন্দর দেশের সমৃদ্ধির স্বর্ণদ্বার ও প্রবেশদ্বার। দেশের অর্থনীতির সব ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের অবদান অনস্বীকার্য। এ এক্সপো প্রশংসার দাবি রাখে। 

সমাপণী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ, নজরুল ইসলাম চৌধুরী ও এফবিবিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চিটাগং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। 


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর