২৯ এপ্রিল, ২০১৭ ১৩:২৬

দুই লঞ্চের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

অনলাইন ডেস্ক

দুই লঞ্চের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

সংগৃহীত ছবি

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে শাহজাহান (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদিয়া গ্রামে বাসিন্দা।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সিদ্দিক জানান, বর্তমানে তারা কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় একটি বাসায় তারা ভাড়া থাকেন। তার দুই শিশু সন্তান রাশেদ ও সোনিয়া তাদের দাদাকে দেখার জন্য কান্নাকাটি করে। নাতিদের কান্নাকাটির সংবাদ পেয়ে ভোলা থেকে লঞ্চযোগে সকালে ঢাকায় আসেন। সদরঘাটে লঞ্চ থেকে নামার সময় দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে লোকজন আহত অবস্থায় প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। এরপর খবর পেয়ে তার ছেলে সিদ্দিক মিটফোর্ড হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তা মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর