২৯ এপ্রিল, ২০১৭ ১৪:৩০

নড়াইলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

নড়াইলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

নড়াইলে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।শনিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আশ্রম রোড এলাকায় এক পক্ষের হামলায় কলেজছাত্র নাসির উদ্দিন ও শামীম গুরুতর আহত হন। এদের মধ্যে নাসির উদ্দিনের অবস্থা গুরুতর। 

আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আরমান নামের এক ছাত্রলীগ কর্মী নিখোঁজ রয়েছেন বলে পরিবার ও কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে।  

নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাসান বলেন, এটা ছাত্রলীগের কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, ব্যক্তিগত কিংবা অন্য কোনো ঘটনার কারণে সংঘর্ষ হতে পারে। এ ঘটনায় নয়ন নামের এক ছাত্রলীগকর্মীকে আটক করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শহরে পুলিশ তৎপর রয়েছে। ওই এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর