শিরোনাম
২৯ এপ্রিল, ২০১৭ ১৫:৪০

সড়কে ডিম ভেঙে মুরগি খামারিদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

সড়কে ডিম ভেঙে মুরগি খামারিদের প্রতিবাদ

সংগৃহীত ছবি

ডিমের উৎপাদন খরচ কমানোর দাবিতে মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর মুরগি খামারিরা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। 

শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মোসলেমের মোড়ে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর মুরগি খামারিরা এসব কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক মুরগি খামারি অংশ নেন। এতে সভাপতিত্ব করেন আরপিডিএ’র সভাপতি নূরুল ইসলাম। সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজার পরিচালনায় বক্তব্য দেন- সংগঠনটির উপদেষ্টা বেলাল উদ্দিন, রহমত আলী, মোহাম্মদ আলী, রাকিব উদ্দিন, কোষাধ্যক্ষ কামাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পবা উপজেলার শুধু এই হরিয়ান ইউনিয়নেই দেড় হাজার মুরগি খামার রয়েছে। তিন হাজার শ্রমিক কাজ করছেন খামারে। ডিমের উৎপাদন হচ্ছে প্রতিদিন আড়াই লাখ। কিন্তু প্রতিনিয়ত মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় এবং এর বিপরীতে ডিমের দাম বৃদ্ধি না পাওয়ায় খামারি, ব্যবসায়ী ও শ্রমিকসহ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নিজেদের লাভ-লোকসানের হিসাব দিয়ে তারা বলেন, একটি ডিম উৎপাদনে খামারিদের খরচ পড়ছে পাঁচ টাকা ৫০ পয়সা। আর একটি ডিমের পাইকারি মূল্য ৪ টাকা ৩০ পয়সা। এতে দারুণ লোকসানের শিকার হচ্ছেন রাজশাহীর খামারিরা। পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় বাড়ছে সুদের বোঝা।

এরই জের ধরে মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম কমিয়ে ডিমের উৎপাদন খরচ কমানোর দাবি জানান তারা। আর তা না হলে বৃদ্ধি করা হোক ডিমের দাম। দাবি না মানলে তারা আন্দোলন জোরদারেরও ঘোষণা দেন মুরগি খামারিরা। 


বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর