২৯ এপ্রিল, ২০১৭ ১৫:৪৪

‌'হাওরাঞ্চলে এক কোটিরও বেশি মানুষ খাদ্য ঝুঁকিতে'

অনলাইন ডেস্ক

‌'হাওরাঞ্চলে এক কোটিরও বেশি মানুষ খাদ্য ঝুঁকিতে'

ফাইল ছবি

হাওরাঞ্চলে ত্রাণ তৎপরতায় দুর্নীতি ও অনিয়ম হচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্গত এলাকাগুলোতে এক কোটিরও বেশি মানুষ খাদ্য ঝুঁকিতে রয়েছে। অথচ সরকার কেবল ৩ লাখ ৩০ হাজার লোকের তালিকা করেছে। সেখানেও প্রকৃত ক্ষতিগ্রস্তরা সুবিধা পাচ্ছে না।  

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। 

হাওরাঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, পাহাড়ি পানির ঢলে ভয়াবহ বিপর্যস্ত হাওর এলাকার মানুষ এখন বিপন্ন অসহায় অবস্থার মধ্যে ক্ষুধার্ত দিনযাপন করছে। সহায়-সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব হতে বসেছে সাড়ে আট লাখের অধিক পরিবার, অথচ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মাত্র তিন লাখ ৩০ হাজার পরিবারকে সাহায্য দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির দায়িত্ব আওয়ামী লীগ নেতাদের দেওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হবে।

রিজভী আরো বলেন, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন- বিএনপি দুর্গত এলাকায় ফটোসেশন করতে গেছে। আসলে তার বক্তব্যটি সম্পূর্ণভাবে সত্যের অপলাপ। হাওরের প্রথম আঘাতের সময় আমাদের দলের মহাসচিব ওই এলাকায় গিয়ে সেখানে ত্রাণ কাজে অংশ নিয়েছেন। 

বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর