২৯ এপ্রিল, ২০১৭ ১৬:০০

‘আমলাতান্ত্রিক জটিলতায় প্রতিবন্ধী অধিকার বাস্তবায়ন হচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

‘আমলাতান্ত্রিক জটিলতায় প্রতিবন্ধী অধিকার বাস্তবায়ন হচ্ছে না’

আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এবং এনজিওদের স্বার্থগত বিরোধীতার কারণে প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রতিবন্ধী সংগঠনের নেতারা। তাদের মতে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে সকল অধিদপ্তরের মধ্যে সমন্বয় করতে হবে। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তারা। প্রতিবন্ধী সংগঠনগুলোর জাতীয় নেটওয়ার্ক প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ (পিএনএসপি) এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেয় কোস্টাল ডিপিও এলায়েন্স, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, বাকলিয়া প্রতিবন্ধী সংগঠন, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এ- অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সিডাব চট্টগ্রাম, সংশপ্তক, উৎস’সহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, পিএইচপি গ্রুপের পরিচালক হুমায়ন কবির, অ্যাড. নুর জাহান, সাবরিনা সুলতানা, সেলিনা আকতার, রওশন আক্তার চৌধুরী প্রমুখ।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর