৩০ এপ্রিল, ২০১৭ ১৪:১১

বরিশালে ম্যাটস শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ম্যাটস শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার দাবি

ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করাসহ ৪ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে ইনফরমেশন এন্ড হেলথ টেকনোলজি (আইএইচটি) কলেজের বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।

রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মশিউর রহমান, আকাশ, রায়হান, রাকিব সহ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শান্তিুপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলায় প্রায় ১৫শ’ শিক্ষার্থী আহত হয়েছে। শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। ওই হামলায় জড়িত সকল পুলিশ সদস্যের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন বক্তারা। 

 

বিডি প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর