৩০ এপ্রিল, ২০১৭ ১৮:১৬

রংপুরে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

রংপুরে পাঁচ বছরের আগে এক মাদক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন রংপুরের গঙ্গাচড়ার রাজবল্লভ এলাকার আবু খয়ের(৫৭) ও সাজু মিয়া(৪২) এবং মৌলভীবাজার এলাকার  মোহাম্মদ আলী ওরফে ব্ল্যাক মোহাম্মদ(৫২)। 

এছাড়া আদালত তিন আসামির প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিনমাস করে কারাদণ্ড দেন।

রায় দেওয়ার সময় আসামি মোহাম্মদ আলী ওরফে ব্ল্যাক মোহাম্মদ আদালতে অনুপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানিয়েছেন।  

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী ফারুক জানান, ২০১২ সালের ৪ জুন রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গঙ্গাচড়া বাজার এলাকা থেকে খয়ের ও সাজুকে আটক করে। এসময় মোহাম্মদ আলী পালিয়ে যায়। পরে খয়ের ও সাজুর কাছ থেকে তাদের কাছ থেকে ৭৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ওই রাতেই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাশিদুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান তদন্ত শেষে একই বছরের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। 

বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর