২২ মে, ২০১৭ ১২:৪১
ছাত্রীকে যৌন হয়রানি

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে আত্মসমর্পণের নির্দেশ

অনলাইন ডেস্ক

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে আত্মসমর্পণের নির্দেশ

রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের প্রেক্ষিতে রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। ছাত্রীকে যৌন হয়রানির মামলায় আগামী এক সপ্তাহের মধ্যে মাহফুজুর রশিদ ফেরদৌসকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানির পর এ আদেশ দেয়া হয়। 

প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিল মাসে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে এক শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌন হয়রানির অভিযোগ এনে কলাবাগান থানায় একটি মামলা করেন। 

মাহফুজুর রশিদ ফেরদৌস আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়। গত বছরের মে মাসে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে হাইকোর্ট থেকে জামিন নেন মাহফুজুর রশিদ ফেরদৌস। 

 

বিডি প্রতিদিন/২২ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর