২২ মে, ২০১৭ ১৮:৫৯

মেয়র মান্নানের বিরুদ্ধে ফের দুদুকের মামলা

টঙ্গী প্রতিনিধি:

মেয়র মান্নানের বিরুদ্ধে ফের দুদুকের মামলা

বিএনপি সমর্থিত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ৭ কোটি ১৮ লাখ ব্যয়ের অভিযোগে ফের জায়দেবপুর থানায় একটি মামলা করেন দুদুক। দুদুকের উপপরিচালক মো. সামছুল আলম এ মামলা করেন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এনিয়ে ৩০মামলার আসামি হলেন মেয়ন মান্নান।

মামলা সূত্রে জানা যায়, মেয়র মান্নান গাজীপুর সিটি কর্পোরেশন এর দায়িত্ব গ্রহণের পর ২০১৩ সালে ১৮ই আগস্ট হতে ২০১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন বাবদ ৯ কোটি বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের শর্ত ছিল বাজেটভুক্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য কোন খাতে ব্যবহার করা যাবে না। অথচ মেয়র মান্নান ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের সুস্পষ্ট লংঘন, বাজেটভুক্ত নিদিষ্ট উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য খাতে ব্যবহার করেন। মেয়র অর্থ বরাদ্দের শর্ত ভেঙ্গে ক্ষমতার অপব্যবহার করেছেন। যা ১৯৪৭সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এবিষয়ে জয়দেব পুর থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে মামলার বিষয়টি নিশ্চত করেন। এব্যাপারে গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানেন সাথে যোগাযোগ করলে তিনি বলেন এটি উদ্দেশ্য প্রণোদিত মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর