২২ মে, ২০১৭ ২২:২১

জাতীয় সংসদ নির্বাচনে 'ইভিএম' চায় না বিএনপি

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনে 'ইভিএম' চায় না বিএনপি

প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে বিএনপি জানিয়ে দিয়েছে, তারা (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার চায় না। আজ রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে সিইসি কে এম নূরুল হুদার হাতে বিএনপি মহাসচিব'র এই চিঠি তুলে দেয় দলটির তিন সদস্যের প্রতিনিধিদল।

বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন- দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সিইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, সিইসিকে বলেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম আমরা (বিএনপি) চাই না। আগামী সংসদ নির্বাচনে ইভিএম'র যেন ব্যবহার করা না হয়। বিশ্বের অনেক দেশ ইভিএম বাতিল করছে। তাই বাংলাদেশে তা চালু করা উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে ডিজিটাল কারচুপির শঙ্কা রয়েছে। তিনি বলেন, কমিশন আমাদের বলছে- কেউ আপত্তি করলে ইভিএম তারা ব্যবহার করবে না। এখন পর্যন্ত যা বুঝলাম তাতে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর