২৩ মে, ২০১৭ ১৬:২৭

আপন জুয়েলার্সের মালিকের গাড়ি জব্দ

অনলাইন ডেস্ক

আপন জুয়েলার্সের মালিকের গাড়ি জব্দ

সংগৃহীত ছবি

স্বর্ণের পর এবার আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একটি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকাল বিকাল ৩টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান।

তিনি বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জিন্দাবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দার সদস্যরা। আপন জুয়েলার্সের মালিকের মামার ওই বাড়িতে লুকানো অবস্থা থেকে সেটি জব্দ করা হয়। গাড়িটির বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান মঈনুল খান।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক আরও জানান, অস্বচ্ছ অর্থের উৎসের সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার ২০১১ সালের কিন্তু ২০০২ সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর