২৩ মে, ২০১৭ ১৮:৩৮

বরিশালে বিড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

বৈষম্যমূলক শুল্কনীতির মাধ্যমে বিড়ি শিল্প ধ্বংস করার ষড়যন্ত্র ও অর্থ মন্ত্রীর উক্তির প্রতিবাদসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বিড়ি শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কারিকর বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রনব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, ফারুক সিকদার ও মোক্তার হোসেন প্রমূখ।

বক্তারা, বিড়ি শিল্পের উপর নতুন করারোপ না করে সিগারেটের উপর কর বাড়ানোর দাবি জানান। এছাড়াও বিড়ি শিল্পের শ্রম আইন বাস্তবায়ন ও আইনগত সকল পাওনা বাস্তবায়ন এবং পঙ্গু অসহায় বিড়ি শ্রমিকের পুনর্বাসন সহ ৫ দফা দাবি জানান বক্তারা। 

পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেনর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন ফেডারেশনের নেতারা।

 

বিডি প্রতিদিন/২৩ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর