২৩ মে, ২০১৭ ২০:০৪

সিলেটে মাইক্রোবাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মাইক্রোবাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সিলেট-ঢাকা মহাসড়কে মাইক্রোবাস চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দক্ষিণ সুরমার মুমিনখলা গ্রামের সুফিয়ান মিয়ার ছেলে আদিল (৪) ও জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে মারজান (১৯)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমার ওসি হারুনুর রশীদ। 

পুলিশ জানায়, মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধ। বিশ্বনাথ থেকে সিলেটগামী একটি অটোরিকশাকে তেলিবাজারের কাছে থামার সংকেত দেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট। অটোরিকশাটি সংকেত না মেনে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে আহত হন পাঁচ জন। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদিল ও মারজান মারা যান। 

 

বিডি প্রতিদিন/২৩ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর