২৩ মে, ২০১৭ ২০:৫৬

বখাটেদের পিটুনিতে আহত স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বখাটেদের পিটুনিতে আহত স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বখাটে যুবকদের পিটুনিতে আহত স্কুল ছাত্র মো. ইসমাইল গণি (১৪) চারদিন পর বেসরকারি একটি হাসপাতালে মঙ্গলবার বিকালে মারা গেছে। সে বাকলিয়ার জুলেখা আমিনুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

তারঁ বাবা জসিম উদ্দিন বলেন, কয়েকদিন আগে ক্রিকেট খেলাসহ কিছু বিষয় নিয়ে ইসমাইল ও তার বন্ধুদের সঙ্গে স্থানীয় কিছু যুবকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় কোচিং শেষে বাসায় ফেরার পথে জামাই বাজার এলাকায় ওই যুবকরা ইসমাইলকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও লাইফ সাপোর্ট দেওয়ার জায়গা খালি না থাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর মঙ্গলবার বিকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আহতের ঘটনার পরদিন আমার স্ত্রী ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনার পর থেকে অভিযান চালিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও আটক করতে অভিযান চলছে। তবে নিহত ইসমাইলের মা দণ্ডবিধির ৩২৫ ও ৩২৬ ধারায় মামলটি করেছিলেন। এখন মামলায় ৩০২ ধারা সংযুক্ত করে হত্যা মামলা হবে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর