২৪ মে, ২০১৭ ১৯:৫৪

ছিনতাইকারীদের প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহবান সিএমপি’র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছিনতাইকারীদের প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহবান সিএমপি’র

রমজান ও ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে ছিনতাইকারীদের দৌরাত্ম প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার।

বুধবার বিকেলে সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, পবিত্র রমজানে মাস জুড়ে চট্টগ্রামকে নিরাপদ রাখতে আমরা প্রস্তুতি নিয়েছি। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে বিভিন্ন মার্কেটে পুলিশ মোতায়েন থাকবে। রমজানে ছিনতাই প্রতিরোধে জনগণকে এগিয়ে আসতে হবে। অজ্ঞানপার্টি, মলমপার্টি ও টিকেট কালোবাজারীদের থেকে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, রমজানে গুজব সৃষ্টির মাধ্যমে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বড় ধরনের আর্থিক লেনদেন ও বহনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে জনগণের প্রতি পরামর্শ রইল। এসময় চট্টগ্রাম মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর