২৫ মে, ২০১৭ ১৪:১১

হামলাকারীদের শাস্তির দাবিতে বরিশালে চিকিৎসকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হামলাকারীদের শাস্তির দাবিতে বরিশালে চিকিৎসকদের মানববন্ধন

ঢাকার সেন্ট্রাল হাসপাতালসহ সারা দেশে চিকিৎসকদের উপর বর্বরোচিত হামলা-মামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে চিকিৎসকরা। 

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা কমিটির ব্যানারে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগঠনের জেলা কমিটির সভাপতি ডা. ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন ও জেলা স্বাচিপ সভাপতি ডা. কামরুল হাসান সেলিম প্রমুখ। মানববন্ধনে বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন। 

বক্তারা বলেন, ভুল চিকিৎসার দোহাই দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের উপর হামলা চালানো হচ্ছে। যা দুঃখজনক। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। 


বিডি প্রতিদিন/২৫ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর