২৬ মে, ২০১৭ ১৪:১০
বরিশালে ‘শিক্ষা বাজেট’ শীর্ষক সেমিনার

শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

আসন্ন ২০১৭-২০১৮ অর্থ বছরের জাতীয় বাজেটে ‘কেমন চাই শিক্ষা বাজেট’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। শুক্রবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার আয়োজনে এই সেমিনার ও মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি। 

সংগঠনের আঞ্চলিক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে সেমিনার ও মুক্ত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের উপ-সম্পাদক অজয় দাশগুপ্ত ও বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ।

মুক্ত আলোচনায় শিক্ষক নেতৃবৃন্দ আসন্ন ২০১৭-২০১৮ অর্থ বছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিসহ শিক্ষকদের মানোন্নয়নে বাজেটে বরাদ্দ রাখার আহবান জানান।

বিডি-প্রতিদিন/এস আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর