২৬ মে, ২০১৭ ১৮:৪২

বরিশালে চারুকলার প্রতিবাদী চিত্রাংকন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে চারুকলার প্রতিবাদী চিত্রাংকন ও সমাবেশ

চারুশিল্প শিক্ষা বন্ধ করার চক্রান্ত ও পাঠ্যক্রম সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদী চিত্রাংকন ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে চারুকলা বরিশালের আয়োজনে শিশু শিক্ষার্থীরা প্রতিবাদী চিত্রাংকন করে।

পরে চারুকলার শিক্ষক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে সংগঠনের সভাপতি আলতাফ হোসেন বলেন, চারুকলা শুধুমাত্র ছবি আঁকা শিক্ষা দেয় না। চারুকলার মাধ্যমে শিশুকে মনোযোগী হতে ও সৌন্দর্য্যবোধ শেখায়। এসময় শিক্ষা কার্যক্রমে চারুকলা বহাল রাখা এবং পাঠ্যসূচীতে সাম্প্রদায়িক বিষয়গুলো বন্ধ করার দাবি জানান তারা। 

সমাবেশ অন্যান্যের মধ্যে খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য শুভঙ্কর চক্রবর্তী, শিক্ষক নেতা ফরিদুল আলম জাহাঙ্গীর ও চারুকলার সংগঠক আ. সোবাহান বাচ্চু বক্তব্য রাখেন।


বিডি প্রতিদিন/২৬ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর