শিরোনাম
২৭ মে, ২০১৭ ১৯:৫৪

চট্টগ্রামে অনিয়মের অভিযোগে ১৪ দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে অনিয়মের অভিযোগে ১৪ দোকানকে জরিমানা

পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাজারে নেমেছে প্রশাসনের বাজার মনিটরিং টিম। শনিবার নগরীর কর্ণফুলী কমপ্লেক্স, বহদ্দারহাট এবং ইপিজেড বাজার পরিদর্শন করে মনিটরিং টিম। এসময় পণ্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি , ওজন কারচুপির অভিযোগে ১৪টি দোকানকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে একটি দল কর্ণফুলী কমপ্লেক্স এবং বহদ্দারহাট এলাকায় বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অভিযানে ছয়টি দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে অপর একটি দল ইপিজেড এলাকার দুটি বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অভিযোগে ৮ দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর