২৮ মে, ২০১৭ ১৯:২৮

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লাইসেন্স বিহীন ড্রাইভারদের আইনের আওতায় আনা এবং নিরাপদ পরিবহন ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় ব্যস্ততম এ মহাসড়কে তিব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে।

জানা যায়, গত ২৫ মে চন্দনাইশ উপজেলার কসাইপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহমিনা কিবরিয়াসহ সাত জন নিহত হন। এ ঘটনার পর রবিবার বেশ কিছু দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে হয়েছে- তাহমিনা নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি, নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় স্পিড ব্রেকার স্থাপন, লাইসেন্স বিহীন ড্রাইভারদের শাস্তির আওতায় আনা। প্রায় ঘন্টার মাথায় শিক্ষকদের অনুরোধের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর