২৯ মে, ২০১৭ ১১:৫৯

সাফাতদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৯ জুন

অনলাইন ডেস্ক

সাফাতদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৯ জুন

বনানীর 'রেইনট্রি' হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি সাফাত আহমেদসহ পাঁচ আসামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ জুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন নতুন এদিন ধার্য করেন।

গত ২৮ মার্চ ধর্ষণের ঘটনার ৪০ দিন পর ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী। মামলার অন্য আসামিরা হলেন সাদমান সাকিফ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (সিরাজগঞ্জের আবদুল হালিম), গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ (রহমত)।ইতোমধ্যে মামলার প্রধান আসামিসহ সকলকেই গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছে। 

বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর