২৯ মে, ২০১৭ ২১:৫০

'মানুষ কোনো দলকে একটানা ক্ষমতায় দেখতে চায় না'

অনলাইন ডেস্ক

'মানুষ কোনো দলকে একটানা ক্ষমতায় দেখতে চায় না'

ফাইল ছবি

হেফাজতের সঙ্গে বন্ধুত্বের চেষ্টাতে সরকার নির্বাচনে পার পাবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, দেশের মানুষ কোনো দলকে একটানা বেশি দিন ক্ষমতায় দেখতে চায় না। সরকার ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করছে। এই চেষ্টায় কোনো লাভ হবে না। এই বন্ধুত্ব প্রমাণ করে আওয়ামী লীগ সুবিধাবাদী, ফ্যাসিবাদী দল। আজ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘ধর্মনিরপেক্ষতা একটি ক্যাচি ওয়ার্ড, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তারা আসলে সুবিধাবাদী দল। ২০০৬ সালে ভোটের আগে তারা সবচেয়ে দক্ষিণপন্থী দল খেলাফতে মজলিসের সঙ্গে ছয় দফা চুক্তি করেছিল। এখনও তারা একই কাজ করছে। 

সভায় অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর