৩০ মে, ২০১৭ ১২:৪৭

'ধূমপানে বছরে ক্ষতির শিকার এক কোটি নারী'

অনলাইন ডেস্ক

'ধূমপানে বছরে ক্ষতির শিকার এক কোটি নারী'

ধূমপান না করেও পরোক্ষভাবে প্রতি বছর দেশের প্রায় ১ কোটি নারী এর ক্ষতির শিকার হচ্ছেন বলে জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ঢ‍াকা আহ্ছানিয়া মিশন আয়োজিত ‘তামাক-উন্নয়নের অন্তরায়’ বিষয়ক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তিন কিলোমিটারের মধ্যে সিগারেট-বিড়ি বিক্রি বন্ধ করতে হবে। সেজন্য কিছু দিনের মধ্যেই নির্দেশনা পাঠানো হবে।

যত্রতত্র ধূমপান বন্ধ করতে তিনি আরও বেশি মোবাইল কোর্ট পরিচালনার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, বড় নেতা ও মন্ত্রী-সচিবরা অনেকে এখনও ধূমপান করেন। আগে তাদের ধূমপান বন্ধ করতে হবে।

আয়োজক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ।

মূল প্রাবন্ধিক বলেন, বিশ্বের সবচেয়ে কম দামে তামাক পণ্য পাওয়া যায় বাংলাদেশে। ধূমপান না করেও পরোক্ষভাবে এর শিকার দেশের প্রায় ১ কোটি নারী। ধূমপানের ধোঁয়ায় ৭ হাজার ধরনের বিষাক্ত পদার্থ থাকে, যার মধ্যে ৬৯টি পদার্থ ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর