৩০ মে, ২০১৭ ১৩:৩৭

এএসআই হুমায়ুন হত্যায় স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

এএসআই হুমায়ুন হত্যায় স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

ঢাকার শাহআলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরকে হত্যার দায়ে তার স্ত্রী রুমিসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার চার বছর আগের এ মামালার রায় ঘোষণা করেন।

ফাঁসরি দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পুলিশ কর্মকর্তা হুমায়ুনের স্ত্রী রহিমা সুলতানা রুমি ও তার বন্ধু মিষ্টি। অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্ত আসামি হলেন মোছা. রিয়া। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর স্বামী হুমায়ুনকে ইনজেকশনে বিষ প্রয়োগ করে শ্বাসরোধ করে হত্যা করেন রুমি। এ ঘটনায় নিহতের ভাই বজলুর রশিদ বাদি হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২০ জুলাই মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম তার স্ত্রী রুমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেন।


বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর