৩০ মে, ২০১৭ ১৬:০১

চট্টগ্রামে ইফতারের রকমারি আয়োজন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম:

চট্টগ্রামে ইফতারের রকমারি আয়োজন

পবিত্র রমজানকে ঘিরে চট্টগ্রামের সর্বত্র চলছে রকমারি ইফতারের যত আয়োজন। ফুটপাত থেকে অভিজাত হোটেল-রেস্টুরেন্ট, এমনকি নগরীর অলিগলিতেও বাহারি সব ইফতারির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শুধু রোজাদার নয়, অন্যান্য ধর্মের অনুসারিরাও ইফতার কিনতে হেলা করছেন না।

নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, প্রতি বছরের মত এবারও নগরীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ইফতার সামগ্রীর আয়োজন ছিল চোখে পড়ার মত। রোজাদারদের চাহিদা পূরণ করতে নিত্য নতুন ইফতারের পসরা নিয়ে ইফতার মেন্যু সাজিয়েছে হোটেল রেস্তোরাগুলো। রমজানকে সামনে রেখে ঘোষণা করেছে বিশেষ ইফতার প্যাকেজ। মেন্যুতে বিশেষ ছাড়ের পাশাপাশি কোন কোন প্রতিষ্ঠান একজনের ইফতারের সাথে আরেকজন ফ্রি ইফতার করানোর ঘোষণা দিয়েছে। ফুটপাতের দোকানগুলোতে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকা। জিলাপি বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকায়। চিকেন ও মাটন হালিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা দরে। সবজি রোল প্রতি পিস ১৫-২০ টাকা, মুড়ি প্রতি কেজি ৮০ টাকা, পেয়াজু ৫ টাকা, বেগুনি ৫ টাকা দরে বিক্রি হয়। এ ছাড়া খেজুর মান ভেদে বিক্রি হয় কেজি প্রতি ২৫০-৩৫০ টাকা পর্যন্ত।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর