২২ জুন, ২০১৭ ১৩:১২

নিরাপদ ঈদ ভ্রমণে গাবতলীতে ডিএমপির সর্তকবাণী

অনলাইন ডেস্ক

নিরাপদ ঈদ ভ্রমণে গাবতলীতে ডিএমপির সর্তকবাণী

ফাইল ছবি

'অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না, অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সাবধান, মালামাল সাবধানে রাখুন, আপনার ঈদ যাত্রা আনন্দময় হোক।' যাত্রীদের সর্তক করতে একটু পরপরই মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে এসব সতর্কবার্তা। 

এ ছাড়া গাবতলী বাস টার্মিনালে এ রকম সর্তকবার্তা লেখা পোস্টার প্রচার করছে ঢাকা মেট্রোরপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতেই এমন প্রচারণা।

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাবতলীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কন্ট্রোল রুম, র‌্যারে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে এসআই জাহানুর বলেন, 'ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের সর্তক করতে ডিএমপির পক্ষে থেকে পোস্টার লাগানো, লিফলেট বিতরণ ও মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। 

' তিনি আরো্ বলেন, 'মানুষ সারা বছর অপেক্ষা করে ঈদের দিন জন্য পরিবারে সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। সাধ্যমতো চেষ্টা করছি তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়ে। '

বিডিপ্রতিদিন/ ২২ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর