২২ জুন, ২০১৭ ১৮:১৩

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই০জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার রাতে এসব ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় শহীদুল (৪৪) নামে এক পথচারীর মৃত্যু হয়। শহীদুলের গ্রামের বাড়ি বাগেরহাটে জেলায়। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, বন্দরের নতুন ভবনের সামনে ট্রাকের ধাক্কায় শহীদুল নামে এক পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নগরীর বায়োজিদ বোস্তামি থানার বেলতলা এলাকায় নাজমুল হোসেন সাগর (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক বিপ্লব চন্দ্র নন্দীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বেলতলার চন্দননগর এলাকায় মিঠু টেইলার্সের সামনে এ ঘটনা ঘটে। সাগর স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। চন্দননগর এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন।    

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, তুচ্ছ একটি ঘটনায় কথা কাটাকাটি জেরে নাজমুল লক্ষ্য করে দর্জি কাচি ছুড়ে মারে। এতে নাজমুল গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/২২ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর