২৫ জুন, ২০১৭ ০১:২১

সাভারে পুড়লো বিআরটিসির বাস

অনলাইন ডেস্ক

সাভারে পুড়লো বিআরটিসির বাস

সাভারে আগুন লেগে বিআরটিসির একটি যাত্রীবাহী দ্বিতল বাস পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসির) সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস রাজধানী থেকে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছিলো। পরে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। 

এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েক জন যাত্রী আহত হয়েছেন। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, লোভ করে বেশি টাকার আশায় পুরাতন ভাঙ্গাচোরা গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে চালকেরা। এর খেসারত দিচ্ছে যাত্রীরা।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ বলেন ইঞ্জিন থেকে বাসে আগুন ধরেছে।

বিডি প্রতিদিন/ ২৫ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর