২৫ জুন, ২০১৭ ১১:৩৮

এবার কম ভোগান্তিতে গাজীপুর পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষ

গাজীপুর প্রতিনিধি :

এবার কম ভোগান্তিতে গাজীপুর পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষ

ঈদের আনন্দ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন লাখো মানুষ। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের জটলা থাকলেও যানবাহনের চাপ নেই। একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও। সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, আনসার ও কমিউিনিটি পুলিশ একযোগে কাজ করছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার কম ভোগান্তিতে গাজীপুরের ওপর দিয়ে অতিক্রম করা দু'টি মহাসড়ক পাড়ি দিচ্ছেন ঈদের ঘরমুখো মানুষ।

ঈদের ছুটি কাটাতে এরই মধ্যে অধিকাংশ মানুষ বাড়ি চলে গেছেন। এ কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম। এ অবস্থায় মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের প্রয়োজনের তুলনায় যানবাহন কম থাকায় কিছুটা সঙ্কটে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। এছাড়া বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে তাদের।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ থাকলেও থেমে নেই কোনো যানবাহন। গাড়ি চলছে স্বাভাবিক গতিতেই।

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর