শিরোনাম
২৫ জুন, ২০১৭ ১৩:১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, হতাহত পরিবারকে সহায়তা

অনলাইন ডেস্ক

রংপুরে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, হতাহত পরিবারকে সহায়তা

সংগৃহীত ছবি

রংপুরের পীরগঞ্জে শনিবার ভোরে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি, হতাহতদের পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেয়া হয়েছে। 

এ ব্যাপারে ওয়াহিদুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে চিকিৎসা খরচের জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্তের জন্য বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল কুদ্দুসকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ৫০ জনের মত যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল। শনিবার ভোর ৫টার দিকে পীরগঞ্জের কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ১০ জন নিহত ও ১৭ জন আহত হন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর