২৫ জুন, ২০১৭ ১৬:১০

প্রবল বর্ষণেও বাধা হবে না প্রধান ঈদ জামাতে

অনলাইন ডেস্ক

প্রবল বর্ষণেও বাধা হবে না প্রধান ঈদ জামাতে

চাঁদ দেখা গেলে আর কয়েক ঘণ্টা পরই সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন সকালে ধনী-দরিদ্র সব শ্রেণির মুসলমান ঈদগাহে ঈদুল ফিতরের জামাতে শরিক হবেন।

সকাল ৮টায় দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। অন্যান্য বছরের মতো এবারো জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি অ্যাড. আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য, বিচারপতিসহ সর্বসাধারণ নামাজ আদায় করবেন।

এদিকে, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জাতীয় ঈদগাহে ৮ হাজার নারীসহ প্রায় এক লাখ মুসল্লির এক সঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে ডিএসসিসির প্রধান নির্বাহী খান বিলাল বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ঈদুল আযহায় প্রবল বর্ষণেও ঈদ জামাতে বাধা হয়নি। এবারো প্রবল বর্ষণ হলেও ঈদ জামাতে কোনো অসুবিধা হবে না। তবে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সে ক্ষেত্রে জাতীয় ঈদগাহর জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর