২৫ জুন, ২০১৭ ১৬:৫৫

বরিশালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় শিশুর মাথায় ব্লেড দিয়ে ক্ষত করায় তার মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলের প্রসূতি বিভাগ এবং অপারেশন থিয়েটারে এই এই ঘটনা ঘটে।  

নবজাতকের স্বজনরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের পিএস কেএম আনোয়ার সাদাতের স্ত্রী  ইয়ানুর বেগমকে সন্তান প্রসবের জন্য গত শুক্রবার বেলা ১১টার দিকে শেরে-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর শনিবার রাত ১১টার দিকে প্রসবের সময় নবজাতকের মৃত্যু হয়। এই দম্পত্তির প্রথম সন্তান ছিল এটি। চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

একই সঙ্গে এই ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন নবজাতকের বাবা আনোয়ার সাদাত। চিকিৎসকের অবহেলায় আর যাতে কোনো শিশুর অকাল মৃত্যু না হয় সেই দাবি তুলেছেন আনোয়ার সাদাত।

অন্যদিকে এই ঘটনায় চিকিৎসকের কোনো অবহেলা ছিল না দাবি করে হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা মাত্র।

বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর