২৬ জুন, ২০১৭ ১৩:৫৫

রাস্তায় কাটছে ঈদ যাদের

অনলাইন প্রতিবেদক

রাস্তায় কাটছে ঈদ যাদের

পরিবার-পরিজন নিয়ে অন্যরা যখন ঈদ উদযাপনে ব্যস্ত, তখন রাস্তায় দাঁড়িয়ে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন ট্রাফিক পুলিশ। আবার জনগণের যাতায়াতের ব্যবস্থা করে দিতে রাস্তায় রয়েছেন বাস, সিএনজি ও রিকশা শ্রমিকরাও। 

এরকম অনেকে পরিবহন শ্রমিকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এজন্য নিজের ভাগ্যকে দুষলেন তারা। বলেছেন, টাকা থাকলে কি আর ঈদের দিন কেউ রাস্তায় গাড়ি নিয়ে বের হয়। এর পাশাপাশি ঈদে বাড়তি আয়ের জন্য অনেকেই আবার রাস্তায় নেমে পড়েন। 

রফিক নামে এক বাস শ্রমিক জানান, সংসার চালানোর জন্য চাই টাকা। ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। ঘরে বউ, ছেলেমেয়ে রয়েছে। আমি কষ্ট করেও যদি তাদের খুশি দেখতে পারি সেটাই অনেক।

মামুন নামের রিকশা শ্রমিকের কাছে ঈদের রাস্তা থাকা মানে বাড়তি কিছু উপার্জন করা। তার কথায় এদিন সবাই কম-বেশি বোনাস দিয়ে থাকেন। তাই আয়ও একটু বেশি। ঈদের আমেজ গেলেই বাড়ি ফিরবেন বলে তিনি জানান।

এই তো গেলে শ্রমিকদের কথা। ঈদের দিন রাস্তায় থাকা পড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যদের। এদের মধ্যে রাস্তায় রোদ কিংবা বৃষ্টি যোই হোক না কেন পরিবার-পরিজন ভুলে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন ট্রাফিক পুলিশ।

বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর